‘alwihdainfo’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক পর্যটন মন্ত্রী ‘আবকার সাবিন’ নিজ বক্তৃতার মাধ্যমে নিরীহ মুসলমানদের ওপর খ্রিষ্টান জঙ্গি বাহিনীর হামলার প্রতিরোধে ‘মুসলিম রক্ষা সংস্থা’ গঠনের খবর জানিয়েছেন।
তিনি জানিয়েছেন: এ সংস্থায় পাঁচ হাজার অধিক সদস্য রয়েছে। ‘মুসলিম রক্ষা সংস্থা’র প্রধান কাজ হচ্ছে, মুসলমানদের ওপর ‘এন্টি বলাকা’র হামলার প্রতিরক্ষা করা এবং খ্রিষ্টান জঙ্গি বাহিনী ‘এন্টি বলাকা’ যেন মুসলমানদের বাসগৃহেও হামলা না করে সে দিকে লক্ষ রাখা।
তিনি আরও বলেছেন: খ্রিষ্টান জঙ্গি বাহিনী নিরীহ মুসলমানদের ওপর হামলা করে বলছে, তোমরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নাগরিক নও এবং দেশ ত্যাগ কর। এমতাবস্থায় আমাদের কি করা উচিত? নিজেদের অধিকার রক্ষা করা উচিত।
‘আবকার সাবিন’ শেষপ্রান্তে জানান: মুসলমানদের সমর্থনে সংগঠিত বিশেষ দলটি সম্পূর্ণরূপে সুসজ্জিত রয়েছে। যাতেকরে যে কোনো প্রকার হামলার প্রতিরোধ করতে পারে এবং মুসলিম গণহত্যা অব্যাহতের বাধা সৃষ্টি করা।
1384281