IQNA

বাহরাইন থেকে বহিষ্কার করা হয়েছে আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধিকে

23:08 - April 23, 2014
সংবাদ: 1399205
আন্তর্জাতিক বিভাগ: অবশেষে বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা আলী সিস্তানীর প্রতিনিধিকে বাহরাইন থেকে জোরপূর্বক বের করে দিয়েছে আলে খলিফা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের রাজতন্ত্রী সরকার সেদেশ থেকে বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা আলী সিস্তানীর প্রতিনিধিকে জোরপূর্বক বের করে দিয়েছে।
বাহরাইনের রাজতন্ত্রী সরকারের জুলুম-নির্যাতনের সমালোচনা করায় সে দেশ থেকে বিতাড়নের শিকার হলেন বিপ্লবী আলেম আয়াতুল্লাহ হুসাইন আল নিজাতি। তিনি বাহরাইনে বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা আলী সিস্তানীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ ২৩শে এপ্রিল বুধবার তিনি বাহরাইনের স্বৈরশাসক আল খালিফার চাপের কারণে লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে মানামা ত্যাগ করতে বাধ্য হন।
ইতিপূর্বে বাহরাইনের রাজতন্ত্রী সরকারের রোষানলে পড়েন তিনি। সরকারের বৈষম্যনীতি ও জুলুম-নির্যাতনের প্রতিবাদের কারণে দেশটির সরকার তাকে ৪৮ ঘণ্টার মধ্যে বাহরাইন ত্যাগের নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য বাহরাইনের সরকার গত ২০১২ সনে নভেম্বর বিপ্লবী আলেম আয়াতুল্লাহ হুসাইন আল নিজাতিসহ ৩০ জনের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিন্দার কারণে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে নি।
1587796

captcha