IQNA

নিউ ইয়র্কে প্রদর্শিত হল সাংস্কৃতিক প্রদর্শন ‘মুসলিম মহিলা’

22:32 - April 25, 2014
সংবাদ: 1399429
আন্তর্জাতিক বিভাগ: নিউ ইয়র্কে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে নিউ ইয়র্ক ইসলামিক ইন্সটিটিউটে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবসের সম্মাননায় সাংস্কৃতিক প্রদর্শন ‘মুসলিম মহিলা’ প্রদর্শিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনীতে মুসলিম নারীর চরিত্র ওপর বিভিন্ন সফটওয়্যার, গ্রন্থ এবং মুসলিম নারীর অবস্থান আলোকে কম্প্যাক্ট ডিস্ক উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও উক্ত প্রদর্শনীতে ‘জীবনের চুক্তি’ ডিস্ক উপস্থাপন করা হয়েছে। এই ডিভিডি’তে ইংরেজি ভাষী নারীদের অধিকারের ওপর নির্মিত হয়েছে এবং মুসলিম নারীদের দৈনন্দিন জীবনের আলোকে চিত্র প্রদর্শিত হয়েছে।
1399093

captcha