কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলে খলিফার এ কর্মকে তীব্র নিন্দা প্রকাশ এবং আয়াতুল্লাহ হুসাইন নিজাতি’র প্রতি একাত্মতা প্রকাশের জন্য বাহরাইনের অধিবাসীরা এখনও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, বাহরাইনের রাজতন্ত্রী সরকারের জুলুম-নির্যাতনের সমালোচনা করায় সে দেশ থেকে বিতাড়নের শিকার হলেন বিপ্লবী আলেম আয়াতুল্লাহ হুসাইন আল নিজাতি। তিনি বাহরাইনে বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা আলী সিস্তানীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৩শে এপ্রিল বুধবার তিনি বাহরাইনের স্বৈরশাসক আল খলিফার চাপের কারণে লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে মানামা ত্যাগ করতে বাধ্য হন।
ইতিপূর্বে বাহরাইনের রাজতন্ত্রী সরকারের রোষানলে পড়েন তিনি। সরকারের বৈষম্যনীতি ও জুলুম-নির্যাতনের প্রতিবাদের কারণে দেশটির সরকার তাকে ৪৮ ঘণ্টার মধ্যে বাহরাইন ত্যাগের নির্দেশ দিয়েছিল। আর এর ফলে বাহরাইনে অধিবাসীরা আলে খলিফার এ কর্মকে তীব্র নিন্দা জানিয়েছে।
1399394