IQNA

ইসলাম অবমাননা করার দায়ে তুরস্কের টুইটার ব্যবহারকারী গ্রেফতার

23:12 - May 30, 2014
সংবাদ: 1412279
আন্তর্জাতিক বিভাগ: টুইটারে ইসলাম অবমাননা করার দায়ে তুরস্কের এক অধ্যাপককে সেদেশের আদালত ১৫ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।

‘zamanfrance’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামাজিক নেটওয়ার্ক টুইটারে ইসলাম অবমাননাকর উক্তি ব্যক্ত করেছে। আর এর প্রতিবাদে সেদেশের আদালত ঐ অধ্যাপককে ১৫ মস কারাদণ্ডে দণ্ডিত করেছে।
তুরস্কের আদালতের রায় অনুযায়ী তুর্কি পেনাল কোডের ২১৬ ধারা অনুযায়ী, মহান আল্লাহর নাম সম্পর্কে ব্যঙ্গ করার অভিযোগে আট মাস জেল এবং নিজস্ব ধারণা জনসম্মুখে প্রচার করার অভিযোগে ৭ মাস তথা মোট ১৫ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।
উক্ত অধ্যাপক এক বিবৃতিতে জানিয়েছেন: ইন্টারনেট কর্মী কর্তৃক তার ব্যক্তিগত প্রোফাইল হ্যাক করা হয়েছে এবং সামাজিক নেটওয়ার্কে অবমাননাকর উক্ত উক্তি তিনি প্রকাশ করেননি। কিন্তু আদালত তার এ যুক্তি গ্রহণ করেনি এবং তাকে ১৫ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।

1412201

captcha