কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকি সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করার জন্য বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিসতানী’র প্রতিনিধি এবং হযরত আব্বাস (আ.)-এর মাযার কমিটির প্রধান ‘সাইয়্যেদ আহমাদ আসসাফী’ এবং পবিত্র নগরী কারবালার ওলামাগণ, সহস্রাধিক স্বেচ্ছাসেবীদের সহকারে সামের্রায় প্রবেশ করেছেন।
১৫ই জুনে সাইয়্যেদ আহমাদ আসসাফীর সাথে আদিবাসী এবং ওলামাগণ ইমাম আসকারী (আ.)এর মাযারে প্রবেশ করেন। এরফলে সামের্রায় যেসকল ইরাকি সেনাবাহিনীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে।
1417778