IQNA

মসুল শহরের ‘ইউনুস পয়গাম্বর (আ.)’ মসজিদের ইমামকে হত্যা করেছে আইএসআইএলে’র সন্ত্রাসীরা

18:39 - June 30, 2014
সংবাদ: 1424380
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের ‘ইয়ান মসুল’ সংস্থার সদস্যা শেখ বুরহুমুত তায়ীক, আইএসআইএল সন্ত্রাসী দলের নতুন হামলা এবং মসুল শহরের ‘ইউনুস পয়গাম্বর (আ.)’ মসজিদের ইমাম এবং খতিবের হত্যার খবর জানিয়েছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকে মাথা চাড়া দিয়ে ওঠা বিদেশি মদদ পুষ্ট সন্ত্রাসী দল আইএসআইএলে’র সম্পর্কে শেখ বুরহুমুত তায়ীক বলেছেন: আইএসআইএল সন্ত্রাসী দলের সদস্যারা গত ২৮শে জুন দুপুরে মসুল শহরের ‘ইউনুস পয়গাম্বর (আ.)’ মসজিদের ইমাম এবং খতিব শেখ আব্দুস সালাম মুহাম্মদকে উক্ত মসজিদটি আইএসআইএল সন্ত্রাসী দলের নিকট হস্তান্তর  এবং নেইনেওয়া শহর থেকে খ্রিষ্টানদের বহিষ্কার না করার জন্য হত্যা করেছে।
সামের্রায় বোমা বিস্ফোরণে ৫ ইরাকী পুলিশ নিহত

এদিকে ইরাকের অপর এক শহর সামের্রায় সন্ত্রাসীদের বোমা হামলায় ৫ জন ইরাকী পুলিশ নিহত হয়েছে।
ইরাকের আল মিয়াদিন সংবাদ সংস্থা জানিয়েছে: সামের্রা শহরের পুলিশ চেকপয়েন্টে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে ৫ জন ইরাকী পুলিশ নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে।
1423473

captcha