বার্তা সংস্থা মায়া’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আল-খালিল শহরের ওয়াকফ বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের হেফজ বিষয়ক বিভাগের প্রধান শাইখ বাসসাম আল-হারবাভি।
শুরুতেই ফিলিস্তিনী ক্বারি মু’তাজ্জ আবু সুনাইনা পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এরপর আল-খালিলের দারুল কুরআন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এছাড়া তেলাওয়াত ও তাজবিদ বিষয়ক দুই বছরের প্রশিক্ষণের কোর্সের নাম নিবন্ধন, ‘আল-আকসা’ শীর্ষক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ প্রস্তুতি পরীক্ষা্ এবং ফিলিস্তিনের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পবিত্র কুরআন শিক্ষার স্বল্প মেয়াদী কোর্সসহ অন্যান্য বিষয়াদি এতে পর্যালোচিত হয়েছে।
আল-খালিলের ওয়াকফ বিষয়ক অধিদপ্তরের হেফজ বিভাগের প্রধান এ সভায় প্রদত্ত বক্তব্যে, কুরআন প্রশিক্ষণের বিষয়ে ফিলিস্তিনী কারি, হাফেজ, কুরআন প্রশিক্ষক ও পেশ ইমামগণের প্রচেষ্টার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।# 1450088