কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাসরাহের ওলামা ‘শেখ মুহাম্মাদ আমিন’ গুরুত্বারোপ করে বলেছেন: আহলে সুন্নতের মধ্যে কোন প্রকার অন্ধ ছায়া অথবা অন্ধ মতাদর্শ নেই। কারণ আমরা সর্বদা পবিত্র কুরআন অনুসরণ করি। যা মহান আল্লাহ. হযরত মুহাম্মাদ (সা.)এর উপর নাযিল করেছে। যাতে আসহাবদের যুদ্ধ চলাকালীন সময়ে বৃদ্ধদের হত্যা করতে নিষেধ করেছে।
তিনি আরও বলেন: আমেরিকা এবং ইসরাইলের সমর্থনে সংগঠিত হয়েছে তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী আইএসআইএল। এ গোষ্ঠীর সন্ত্রাসীদের ইসলাম ও ইরাকের হৃদয়ে আঘাত করতে তৈরি করেছে। যারা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদের চিন্তাধারাকে পছন্দ করে তাদের সাঙ্গে আহলে সুন্নতের কোন সম্পর্ক নেই।
সাদরের বিশিষ্ট সদস্য ‘হাযেম সাদর’ এ প্রসঙ্গে বলেন: শুধুমাত্র শিয়া ও সুন্নি মাজহাবের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী আইএসআইএল সংগঠিত হয়নি। বরং তাদের উদ্দেশ্য গোটা ইরাকী অধিবাসী। সুতরাং তাদেরকে মোকাবেলা করার জন্য সকল ইরাকী অধিবাসীকে একত্রিত হতে হবে।
1453995