কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন (আ.)এর মাজারের গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ইমাম হুসাইন (আ.)এর বিপ্লবের আলোকে গ্রন্থ ইংরাজি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং অতি শীঘ্রই এ গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করা হবে।
ইমাম হুসাইন (আ.)এর মাজারের গবেষণা কেন্দ্রের প্রধান আব্দুল আমীর কুরাইশী জানিয়েছেন: ইমাম হুসাইন (আ.)এর বিপ্লবের আলোকে গ্রন্থ ইংরাজি ভাষায় অনুবাদ কর্ম শেষ হয়েছে। গ্রন্থটি প্রিন্ট করার পর বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন: ‘মরহুম আল্লামা শেখ মোহাম্মাদ মাহদি শামসুদ্দীনে’র লিখিত ‘জনসাধারণের চিন্তাধারায় ইমাম হুসাইন (আ.)এর বিপ্লব গ্রন্থটি ইমাম হুসাইন (আ.)এর মাজারের গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ইংরাজি ভাষায় অনুবাদ করা হয়েছে।
কুরাইশী জানান: এলমি বিষয়ের সম্ভারে লিখিত এ গ্রন্থটিতে ইতিহাসের বিশ্লেষণ করা হয়েছে। একারণে এ গ্রন্থটি ইংরাজি ভাষায় অনুবাদ করা হয়েছে।
তিনি সর্বশেষে জানিয়েছেন: এ কেন্দ্রের পক্ষ থেকে নতুন আরেকটি গ্রন্থের অনুবাদ কর্ম চলছে এবং শীঘ্রই এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে।
1455235