IQNA

বাহরাইনের মানবাধিকার সংস্থার প্রধান;

সুন্নি ও শিয়া মাজহাবের মধ্যে সংঘাত কথাটি সত্য নয়

1:35 - October 01, 2014
সংবাদ: 1455984
আন্তর্জাতিক বিভাগ: নাবিল রজব গুরুত্বারোপ করে বলেছেন: সুন্নি ও শিয়া মাজহাবের মধ্যে সংঘাত কথাটি সত্য নয় এবং স্বৈরাচারী শাসকগণ মিথ্যা দাবী করে যে, সুন্নি ও শিয়া মাজহাবের মধ্যে সংঘাত রয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইনের মানবাধিকার সংস্থার প্রধান নাবিল রজব জানিয়েছেন: সৌদি আরব, ইয়েমেন এবং বাহরাইনের স্বৈরাচারী শাসকগণ জনগণের চিন্তাধারা বিভ্রান্ত করার জন্য সুন্নি ও শিয়া মাজহাবের মধ্যে মিথ্যা সংঘাতের কথা প্রচার করছে।
নাবিল রজব টুইটারে নিজস্ব পাতায় লিখেছেন: সুন্নি ও শিয়ার শরীর একটাই। তাদের মধ্যে কোন সংঘাত ও পার্থক্য থাকা উচিত নয়। বরং স্বৈরাচারী শাসকদের মধ্যে বিভেদ ও সংঘর্ষ থাকা উচিত।
তিনি আরও বলেন: সকল কিছুর আগে চরমপন্থি ও অত্যাচারী শাসকদের মোকাবেলা করা উচিত এবং তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো ধ্বংস করা উচিত।
1455781

captcha