IQNA

মন্ত্রীসভা ও দল কোনটিতেই নেই লতিফ সিদ্দিকী

16:16 - October 03, 2014
সংবাদ: 1456620
আন্তর্জাতিক বিভাগ: হজ নিয়ে মন্তব্যের জেরে মন্ত্রীসভা থেকে অব্যহতির পর এবার লতিফ সিদ্দিকীকে দল থেকেও সরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট ওসমানী বিমানবন্দরে সিলেটের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী একথা জানান।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা লতিফ সিদ্দিকীকে নিয়ে আলোচনার সূত্রপাত গত রোববার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলীগ জামাত নিয়ে বক্তব্য থেকে।
সেদিন টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে তিনি বলেন,“আমি কিন্তু হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।” তার পুরো বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়,“এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই,শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”
এ ভিডিও ক্লিপটি প্রচার হওয়ার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ করে এর তীব্র নিন্দা জানায়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন: আইন অনুযায়ী যদি কেউ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তাহলে তাকে ১৪ বছর জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এ আইন অনুযায়ী সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখছি।
1456496

captcha