কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হিজরি সানের নতুন বছর আগমন উপলক্ষে লেবাননের সুন্নি মুফতি শেখ আব্দুল লতিফ দারিয়ান জানিয়েছেন: চরমপন্থি ও তাকফিরিদের জন্য ইসলাম ধর্ম অনেক বিভক্তি হয়েছে এবং তাকফিরিরা ইসলাম ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করছে। আর একারণে মুসলমানেরা অনেক দুর্ভোগ ও অশান্তিতে ভুগছে।
তিনি আরও বলেন: বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশে বিভিন্ন সাম্প্রদায়িক ও মাজহাবের মধ্যে সংগঠিত যুদ্ধের মুল কারণ হচ্ছে দুনিয়ার নশ্বর কর্তৃত্ব ও ক্ষমতা।
নিরীহ ব্যক্তিদের হত্যা করার ব্যাপারে তাকফিরিদের নিকট মুফতি শেখ আব্দুল লতিফ দারিয়ান একটি প্রশ্ন উত্থাপন করে বলেছেন: তোমরা (তাকফিরিগণ) এসকল নিরীহ ব্যক্তির রক্তক্ষরণ করে কিভাবে মহান আল্লাহর সামনে উপস্থিত হবে? তোমরা নিজেদের স্বার্থ, অর্থ ও ক্ষমতায় পৌঁছানোর জন্য ইসলাম ধর্মকে ব্যবহার করছে এবং তোমরা তাদেরকে অনুসরণ করছ যারা দুনিয়া ও আখিরাতে এসকল হত্যাকাণ্ডের কোন দায়ভার গ্রহণ করবে না। সুতরাং কিভাবে মহান আল্লাহর নিকট এসকল প্রশ্নের উত্তর প্রদান করবে।
সর্বশেষে তিনি জনগণের নিকট ঐক্য বজায় রাখার জন্য নিজেদের দেশ এবং সরকারকে সমর্থন করার আহ্বান জরিয়েছেন।
1463621