IQNA

কায়রোতে আশুরার শোকানুষ্ঠানে সালাফিদের বাধা

23:55 - November 01, 2014
সংবাদ: 1466381
আন্তর্জাতিক বিভাগ: মিশরে ‘আহলে বাইত (আ.)এর বংশধর ও সাহাবি’ নামে পরিচিত সালাফীর একটি দল সিদ্ধান্ত নিয়েছে, চলতি সপ্তাহে মসজিদুল হুসাইন (আ.)এ আশুরার শোকানুষ্ঠানে বাধা প্রয়োগ করবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ দলটি সিদ্ধান্ত নিয়েছে, চলিত সপ্তাহের প্রত্যেক দিনে মসজিদুল হুসাইন (আ.)এ আশুরার শোকানুষ্ঠানে বাধা প্রয়োগ করবে।
সালাফিদের এ দলের সাথে সমন্বয়কারী নাসের রেজওয়ান জানান: সালাফিদের এ কাজের মূল উদ্দেশ্য হচ্ছে মিশরের শিয়াদের বিরোধিতা করা এবং আশুরার অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে শিয়াদের বাধা প্রয়োগ করা।
তিনি দাবি করেন: শিয়ারা এ অনুষ্ঠানের মাধ্যমে সাহাবীদের অবমাননা করে এবং তাদেরকে কাফের ভূষিত করে অপবাদ দেয়!
প্রতি বছরই কায়রোর শিয়ারা সালাফিদের অত্যাচারের জন্য মুক্ত ভাবে ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠান উদযাপন করতে পারে না।
1465947

captcha