কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হেরাতের সরকারী হাসপাতালের মুখপাত্র মোহাম্মাদ রফিক শিরাজী জানিয়েছেন: মারাত্মক আঘাতের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই নাজাফি মারা যান।
হেরাতের পুলিশ মুখপাত্র আব্দুর রউফ আহমাদি এ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে জানান। তবে তিনি নাজাফি হত্যাকান্ডের সাথে জড়িত কোন দলের নাম এখনও ঘোষণা করেননি।
বিভিন্ন বেসরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, হেরাত প্রদেশের প্রতিনিধি হিসেবে নাজাফির নিযুক্ত হওয়ার কথা ছিল।
1473151