কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা বাশির নাজাফি লেবানন সফর করেন। আর এ সুবাদে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ তার সাথে দেখা করেন এবং তার সুস্থতার ব্যাপারে নিশ্চিত হয়। এসময়ে সৈয়দ হাসান নাসরুল্লাহ ইরাক ও লেবাননের মুসলমানদের ব্যাপারে আয়াতুল্লাহ বাশির নাজাফি’র সাথে কথা বলেন। আয়াতুল্লাহ বাশির নাজাফির চিকিৎসার জন্য লেবাননে সফর করেছেন।
এছাড়াও সৈয়দ হাসান নাসরুল্লাহ লেবাননের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিরক্ষা মন্ত্রী ‘সামির মুক্বাল’কে স্বাগত জানিয়েছেন।
দু’পক্ষীয় এ সাক্ষাতকারে যোগাযোগ ইউনিটের এবং হিজবুল্লাহ অর্গানাইজেশনের কর্মকর্তা ‘ওফিক সাফা’ উপস্থিত ছিলেন। তারা এসময়ে লেবাননের সর্বশেষ রাজনৈতিক ও নিরাপত্তা উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন।
1474824