IQNA

14:15 - March 23, 2009
সংবাদ: 1757803
ডেনমার্কের মুসলিম সংগঠনগুলোর উদ্যোগে দেশটিতে প্রথমবারের মতো গেজেট নামে ইসলামী পত্রিকা প্রকাশিত হয়েছে ।
সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ডেনমার্কের প্রথম ইসলামী পত্রিকা মাসিক গেজেট এর প্রকাশনা শুরু হয়েছে ।ডেনমার্কের সংখ্যালঘু মুসলমানদের শিক্ষা, সাহিত্য, শিল্প, সাংস্কৃতিক , রাজনৈতিক ও ধর্মীয় তৎপরতা ‍সম্পর্কিত বিষয় এই পত্রিকাতে স্থান পাবে। এছাড়া এই পত্রিকাতে ইসলামী গবেষণা মূলক প্রবন্ধ বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা রয়েছে ।# 379127
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: