কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কবিতা উৎসব ‘ইমাম খোমেনি (রাহ.) সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে সুর শহরে অনুষ্ঠিত হয়েছে এবং আহলে বাইয়েত ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
লেবাননের বিশিষ্ট কবিগণ যেমন -অমুল তানানে, আহমেদ সায়াব, স্যায়েদ মুসা ফাজলুল্লাহ, আসামে আলী হায়দারী, হাসান হেজাজী এবং মোহাম্মাদ বাকির- এই উৎসব অনুষ্ঠানে গাদির সম্পর্কে লেখা নিজেদের কবিতা উপস্থাপন করেছেন।
গাদিরের আলোকে কবিতা উৎসব অনুষ্ঠানে লেবাননের কবি এবং ‘আবদায়া’ আঞ্জুমানের সভাপতি আলী আব্বাস মূল্যবান বক্তৃতা পেশ করেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে সুর শহরে ‘ইমাম খোমেনি (রাহ.) সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয় সময় সন্ধ্যা ১৮:৩০টায় উক্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1306954