IQNA

22:23 - January 09, 2010
সংবাদ: 1870692
‘দি সায়েন্সেস সাইবার ইউনিভারসিটি’ হাদিস আল সাকালাইন নামে একটি বৈজ্ঞানিক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
সমাজের ধনিক শ্রেণীর মধ্যে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি এবং কুরআন বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতা অনুষ্ঠানে রেডিও কুরআন ও কুরআন টিভি সহযোগিতা করছে। আশা করা হচ্ছে, হাদিসে সাকালাইন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের মানুষ হাদিস ও কুরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে এবং এতে জ্ঞান অর্জনের আকাঙ্খা আরো বেড়ে যাবে।
প্রতিযোগিতা অনুষ্ঠানের মূল টার্গেট গ্রুপ হচ্ছে-- বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের ছাত্র, সেমিনারি স্টুডেন্টস, কুরআন ও হাদিস বিজ্ঞানে এম. এ ক্লাসে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী এবং শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে যারা বিশেষ তৎপর। # 520280
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: