IQNA

ওয়াহাবি কর্তৃক মালির ঐতিহাসিক স্মৃতিসমূহ ধ্বংস

2:14 - December 31, 2012
সংবাদ: 2472810
সামাজিক বিভাগ: ইউনেস্কো তালিকায় নিবন্ধনকৃত মালির ইসলামিক এবং ঐতিহাসিক ভবন ও স্মৃতিসৌধ গুল ওয়াহাবিরা ধ্বংস করছে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আনসার উদ্দিন’ নামে পরিচিত এক ওয়াহাবি দল জানিয়েছে, মালির টিম্বাকটু শহরের মুসলমানদের সকল ঐতিহাসিক স্মৃতি এবং জিয়ারত করার স্থান গুলো ধ্বংস করবে। এই দলটি অক্টোবর এবং নভেম্বর মাসে এ শহরের কিছু ইসলামিক শিল্প ধ্বংস করেছে।
মালির চরমপন্থি ওয়াহাবিরা এদেশের উত্তরাঞ্চলে ক্ষমতা দখল করেছে এবং কয়েকটি জিয়ারত করার স্থান এবং ইউনেস্কো তালিকায় নিবন্ধনকৃত মালির ইসলামিক স্মৃতি ধ্বংস করেছে। এই চরমপন্থি দল জানিয়েছে, মানুষ একমাত্র আল্লাহর প্রশংসা করবে।
এছাড়াও টিম্বাকটু শহরের পর্যটন অফিসের পরিচালক এ বিষয়ে গুরুত্বারোপ করে বলেছেন, চরমপন্থি ওয়াহাবিরা এপর্যন্ত এ শহরের চার কবর মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে। কারণ বিদ্রোহী ‘আনসার উদ্দিন’ দলের সদস্যরা কবর জিয়ারতকে মূর্তিপূজার সঙ্গে তুলনা করে।
1160272
captcha