IQNA

টেক্সাসে ইমাম হোসাইন (আ.)এর চল্লিশা উদযাপন

10:59 - January 02, 2013
সংবাদ: 2474348
আন্তর্জাতিক বিভাগ: শহীদের নেতা ইমাম হোসাইন (আ.)এর চল্লিশার আগমনে আমেরিকায় টেক্সাসে হিউস্টন ইসলামী শিক্ষা কেন্দ্রে ২৭শে ডিসেম্বর থেকে ইংলিশ, উর্দু এবং ফার্সি ভাষীদের জন্য বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

‘iec-houston’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠানে ইমাম হোসাইন (আ.)এর জীবনী এবং ইসলামী শিক্ষার আলোকে উর্দু ভাষায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘সৈয়দ মোহাম্মাদ আসকারী’ ইংলিশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘মোহাম্মাদ আমিন’ এবং ফার্সি ভাষায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘আবাজার ওয়াহেদি’ বিশেষ বক্তৃতা পেশ করবেন।

শহীদের নেতা ইমাম হোসাইন (আ.)এর চল্লিশা উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান ২৭শে ডিসেম্বর থেকে প্রতিদিন মাগরিবের নামাজের পর জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হচ্ছে।

উল্লেখ্য যে, শহীদের নেতা ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের চল্লিশা উপলক্ষে হিউস্টন ইসলামী সেন্টারে মহিলাদের জন্য ইংলিশ এবং উর্দু ভাষায় বিশেষ শোকানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
1164407
captcha