IQNA

আল্লাহ শব্দ চিত্রায়িত স্পোর্টস জুতা বিক্রি; সৌদি জনতার বিক্ষোভ

0:04 - January 09, 2013
সংবাদ: 2477601
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের এক জুতা কোম্পানি নিজেদের তৈরি স্পোর্টস জুতায় আল্লাহ এবং হযরত মোহাম্মাদ (সা.)এর নাম চিত্রায়িত করে বাজারজাত করেছে। সৌদি জনতা এ কুকর্মের জন্য তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছে।

‘alyaexpress-news’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই স্পোর্টস জুতা সম্প্রতি জেদ্দার বিভিন্ন দোকানে বিক্রয় করা হচ্ছে।

সৌদির ‘আল মদিনা’ এবং আল ‘মাকাসেব’ সংবাদ সংস্থা জানিয়েছে, এই জুতা সৌদি আরবের জাতীয় উৎসবের ব্যবহারের অজুহাতে বিক্রয় করা হচ্ছে।

সৌদি আরবের কুলাঙ্গার এ জুতা কোম্পানি এই জুতা বাজারজাতকরণের মাধ্যমে ইসলামের প্রতি নিজেদের ভ্রান্তি ও শয়তানি বিশ্বাসকে প্রমাণিত করেছে।

সৌদি আরবের নাগরিকারা কুলাঙ্গার জুতা কোম্পানির এই কুকর্মের তীব্র বিরোধিতা করেছে। কিছু ধর্মীয় নেতাবৃন্দ এই কর্মের নিন্দা জানিয়েছে এবং বলেছে এই কুকর্মের জন্য খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সৌদি মিডিয়া পরিষদ এদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নিকট এই কুলাঙ্গার জুতা কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং আল্লাহ ও হযরত মোহাম্মাদ (সা.)এর নাম চিত্রায়িত করা এই জুতা গুলো তাড়াতাড়ি বাজার থেকে গুটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
1168312

captcha