IQNA

অপহৃত ৪৮ ইরানি জিয়ারতকারীর মুক্তি দিল সিরিয়ার বিদ্রোহীরা

11:32 - January 12, 2013
সংবাদ: 2478831
আন্তর্জাতিক বিভাগ: আল-অলাম টেলিভিশন সেন্টার অপহৃত ৪৮ ইরানী নাগরিকের মুক্তি কথা জানিয়েছে।
আল-অলাম টেলিভিশন সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই ৪৮ ইরানী নাগরিক সশস্ত্র বিদ্রোহীদের হাতে বন্দী হয়েছিল এবং গত বুধবার এসকল জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৪র্থ আগস্ট এসকল ইরানি নাগরিক সিরিয়ায় রাজধানী দামেস্কে অবস্থিত বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন এবং দামেস্কের বিমানবন্দরে এসকল জিয়ারতকারীদেরকে বিদ্রোহীরা আটক করে। অপহরণকারীরা প্রথমে এসকল জিম্মিদের হত্যার ভয় দেখিয়েছিল। বিদ্রোহীরা দাবি করেছিল যে, এসকল জিম্মিরা ইরানী বিপ্লবী দলে সৈন্য বাহিনী কিন্তু ইরান কর্তৃপক্ষ নিশ্চতরুপে জানিয়েছেন যে, এসকল জিম্মিরা শুধুমাত্র বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারতের জন্য সিরিয়ায় গিয়েছে এবং বন্দীদের মধ্যে অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে।

উল্লেখ্য যে, এর আগে তুরস্কের মানবাধিকার সংস্থার প্রধান বুলনেট ইদরুম জানিয়েছে, আজ কাতার এবং তুরস্কের মধ্যে মধ্যস্থতার কথা রয়েছে এবং ৪৮ ইরানী নাগরিকে মুক্তির পরিবর্তে সিরিয়ার কারাগারে ২১৩০ বিদ্রোহীর মুক্তির দাবি করেছে।
1169282
captcha