‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানে ১০ই জানুয়ারিতে বোমা বিস্ফোরণের কারণে বহু শিয়া শহীদ হয়। একারণে আফগানি জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে।
বিক্ষোভকারীরা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত পাকিস্তানে শিয়া হত্যা বন্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে।
এক বিক্ষোভকারী জানিয়েছে, পাকিস্তানে শিয়া হত্যার প্রতিবাদের জন্য আমরা একত্রিত হয়েছি। দুর্ভাগ্যবশত এই অপরাধের বিরুদ্ধে পাক সরকার এবং বিশ্ববাসীর কোন উদ্বেগ নেই।
তিনি আরও জানান, আমরা পাক সরকার এবং বিশ্ববাসীর নিকট পাকিস্তানে শিয়া হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি।
১০ম জানুয়ারিতে কোয়েটায় বোমা বিস্ফোরণের কারণে প্রায় ১৩০ জন শহীদ হয়েছে।
গত এক মাস ধরে পাকিস্তানে বিভিন্ন শহরে শিয়াদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালের শুরুতে এদেশে শতাধিক শিয়া শহীদ হয়েছে।
1171857