ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের সঙ্গে ‘ভূমি হীন মানুষ’ প্রামাণ্যচিত্রের পরিচালক একান্ত সাক্ষাৎকার করেছে। এই সাক্ষাৎকারে কালচার কাউন্সিলার মিয়ানমার সফরের অভিজ্ঞতাকে ব্যক্ত করেছে।
কালচার কাউন্সিলার মেহদি করিমপুর আরও জানিয়েছে, এই সাক্ষাৎকারে প্রামাণ্যচিত্রের পরিচালক এই প্রামাণ্যচিত্রের সংক্ষিপ্ত বিবরণ ব্যক্ত করেছে এবং জানিয়েছে, এই প্রামাণ্যচিত্র বৈধ নথির মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সঠিক সমস্যা এবং গণ হত্যার চিত্র তুলে ধরা হয়েছে এবং রোহিঙ্গাদের সঙ্গে এদেশে সরকারের সংঘর্ষের ঘটনাও তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেছেন, রোহিঙ্গাদের উপর অত্যাচারের কথা এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে।
1178496