IQNA

গৃহহীনদের সাহায্যের পদক্ষেপ নিয়েছে বেলজিয়ামের মসজিদ কর্তৃপক্ষ

19:55 - January 30, 2013
সংবাদ: 2488806
আন্তর্জাতিক বিভাগ: বেলজিয়ামের লিজ শহরে ‘আল মোওহেদিন’ নামক মসজিদের কর্তৃপক্ষ গৃহহীনদের খাদ্য বিতরণ করে সাহায্য করছে।

‘islamic-events.be’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বেলজিয়ামের লিজ শহরে ‘আল মোওহেদিন’ নামক মসজিদের কর্তৃপক্ষ গত বছরের মত এ বছরেও এদেশের দরিদ্র এবং গৃহহীনদের পাশে এসে দাঁড়িয়েছে।

মসজিদের কর্তৃপক্ষ দরিদ্রদের খাদ্যদ্রব্যের পাশাপাশি আর্থিক সাহায্য করছে এবং এদেশের জনগণকে আল্লাহর পছন্দনীয় এই কাজে সাহায্য করার আহ্বান জানিয়েছে।

বেলজিয়ামের মুসলিম ও অমুসলিম অধিবাসীরা সকল প্রকার খাদ্যদ্রব্য ‘আল মোওহেদিন’ মসজিদের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে এই কাজে সাহায্য করতে পারে।

উল্লেখ্য যে, গত বছরেও ‘আল মোওহেদিন’ মসজিদের কর্তৃপক্ষরা এদেশের দরিদ্র ও গৃহহীনদের সাহায্য প্রদান করেছে এবং একাধারে ১৩ রাত্রে খাদ্য বিতরণ করেছে।
1180528
captcha