IQNA

আকাশ পথে সিরিয়াকে হামলা করল ইসরাইল; হামলার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ

11:02 - February 01, 2013
সংবাদ: 2489155
আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গবেষণা কেন্দ্রে ইহুদি-বাদী ইসরাইলীরা আকাশ পথে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত বৃহস্পতিবারে এক বিবৃতিতে, সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে একটি গবেষণা কেন্দ্রে ইহুদি-বাদী ইসরাইলীরা আকাশ পথে হামলা চালানোর কারণে তীব্র নিন্দা জানিয়েছে।

লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলিরা লেবাননের প্রতিবেশী দেশ সিরিয়ায় হামলার মূল উদ্দেশ্য এদেশকে ঘোরাও করা।

সিরিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে, ইহুদি-বাদী ইসরাইলিরা আকাশ পথে জামারিয়া অঞ্চলে একটি গবেষণা কেন্দ্রে হামলার কারণে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

এখনও পর্যন্ত ইহুদি-বাদী ইসরাইলিরা এই হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি।

এই হামলার কারণে রাশিয়াও তীব্র নিন্দা জানিয়ে বলেছে, যদি এ ঘটনা সত্যি হয় তাহলে একে মস্কো নিতান্তই একটি সার্বভৌম দেশের উপর উস্কানিমূলক হামলা বলে ধরে নেবে এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তা কোনভাবেই বৈধ বলে মেনে নেয়া যাবে না।
1180782
captcha