IQNA

ফ্রান্সে ‘নৈতিকতা ও সাংস্কৃতিক সম্পর্ক’ বিষয়ক সম্মেলন

19:35 - February 01, 2013
সংবাদ: 2489302
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ‘নৈতিকতা ও সাংস্কৃতিক সম্পর্ক’ বিষয়ক সম্মেলন আগামী ৮ই ফেব্রুয়ারী জাতিসংঘের ইসলামি শিক্ষা-প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থার (আইসেসকো) উদ্যোগে ফ্রান্সের পার্লামেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ISESCO ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ফ্রান্সের ইসলামিক হাই স্ট্যাডিজ ও আনা লিন্ড ফাউন্ডেশের সহযোগিতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এদেশের জাতীয় পার্লামেন্টে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলন বিভিন্ন ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থানের ছায়াতলে নাগরিক অধিকার ও সমঅধিকার প্রসারের ক্ষেত্রে ধর্মীয় নেতা, মিডিয়া কর্মী, শিক্ষক, বেসরকারী সংস্থাসমূহ, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রসমূহের ব্যাপক ভূমিকার বিষয়টি স্পষ্ট করার নিমিত্তে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আরো অন্যান্য বিষয় এতে পর্যালোচিত হবে।
ইউনেস্কো, ইউরোপীয় পরিষদ, ফ্রান্স সিনেট, রিলিজিওন স্ট্যাডিজ একাডেমী, ইসলামি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, লিওন শহরের মসজিদ, লিওন কাথোলিক বিশ্ববিদ্যালয় ও আরব ওয়ার্ল্ড অরগানাইজেশনের বেশ কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন। এছাড়া দৈনিক লুমুন্ডের বেশ কয়েকজন কলামিস্টও এতে উপস্থিত থাকবেন।# 1180945
captcha