বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইন্দোনেশিয়ার ‘নাহদ্বাতু ওলামা’ পরিষদ গত শুক্রবার -১৫ই ফেব্রুয়ারী- প্রকাশিত এক বিবৃতিতে এদেশে পশ্চিমা সংস্কৃতির প্রচলন ইসলামি শিক্ষার পরিপন্থী –এ কথা উল্লেখ করে বলা হয়েছে : যদি মুসলমানরা তাদের সমাজে পশ্চিমা সংস্কৃতি প্রচলনের বিষয়টিকে হাল্কাভাবে নেয় তবে সময় অতিক্রমের সাথে সাথে ইসলাম ধর্মের পবিত্র সংস্কৃতির স্থলে এসব ভুল সংস্কৃতি স্থান করে নেবে।
উক্ত বিবৃতিতে আরো বলা হয়েছে যে, পশ্চিমারা ইসলামি সমাজ হতে তাদের স্বার্থ উদ্ধারের কুউদ্দেশ্যে এ সকল সংস্কৃতি মুসলিম সমাজে প্রচলন ঘটায়, সময় অতিক্রমের সাথে সাথে ইসলামি সংস্কৃতির উপর পশ্চিমা সংস্কৃতি প্রভাব বিস্তার করবে, আর এভাবেই তারা মুসলমানদের উপর আধিপত্য লাভ করতে পারবে।#1190054