বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তেহরানের নৈতিকতা বিষয়ক বিশিষ্ট শিক্ষক মহরুহম আয়াতুল্লাহ আযিযুল্লাহ খুশ ওয়াক্তের জানাযা তার ভক্ত, ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ী’র ইমামতিতে মহরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
আয়াতুল্লাহ খুশ ওয়াক্ত ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফরে ছিলেন। তিনি গত রবিবার ১৭ই ফেব্রুয়ারী ওমরাহ সম্পাদনের পর অসুস্থ হয়ে পড়েন এবং মক্কা মুকাররামাহ’র কিং ফয়সাল হাসপাতালে ভর্তি হয়ে গত ২০শে ফেব্রুয়ারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নৈতিকতা বিষয়ক প্রখ্যাত এ উস্তাদের জানাযা আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতার ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে তার হাজার হাজার ভক্ত ও ছাত্রসহ ইরানের সামরিক ও প্রশাসনিক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#1193246