রাজনৈতিক ও সামাজিক বিভাগ : বিগত ১৩ বছরে বিভিন্ন সন্ত্রাসী হামলায় পাকিস্তানের কোয়েটা শহরের ৮০০ শত শিয়া শহীদ হয়েছেন। কিন্তু সন্ত্রাসীদের শিয়া বিরোধী কর্মকাণ্ড এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে, গত ২ মাসে ২ শতাধিক শিয়া মুসলিম নিহত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কোয়েটা শহরের হাজারা সম্প্রদায়ের প্রায় ২ লক্ষাধিক শিয়া বিগত ১৩ বছরে এ শহর ত্যাগ করে অন্য শহরে অবস্থান নিয়েছে।
হাজারা শিয়ারা শুধুমাত্র তাদের ধর্মীয় আকিদার কারণে বিগত বছরগুলোতে প্রায়ই বিভিন্ন সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। এ সকল অমানবিক হামলায় তাদের অনেকে নিহত অথবা আহত হয়েছে।
হাজারা সম্প্রদায় প্রধান আব্দুল কাইয়ুম চাঙ্গিজী জানিয়েছেন : হাজারা শিয়ারা তাদের জাতি ও সম্প্রদায়ের কারণে নয় বরং শুধুমাত্র তাদের আকিদা-বিশ্বাসের কারণে প্রাণ হারায়।#1195029