IQNA

‘আমিনাহ’ ইসলামি পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত

21:31 - September 25, 2013
সংবাদ: 2595304
সাংস্কৃতিক বিভাগ : নারী বিষয়ক ‘আমিনাহ’ ই-পত্রিকার ১১তম সংখ্যা উযবেক ভাষায় গত রোববার (২৩শে সেপ্টেম্বর) উজবেকিস্তানে প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পত্রিকার এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ; কনে নির্বাচনের ক্ষেত্রে মহানবী (স.) হতে বর্ণিত হাদীসসমূহ, ইসলামি আকিদা, সৌন্দর্য বৃদ্ধির নিমিত্তে অপারেশনের বিষয়ে ইসলামি বিধান, হযরত রুকাইয়া (সা. আ.) এর জীবনী, ইসলামে ধর্মে গীবত করা নিষেধ, যিলকদ মাসের ঐতিহাসিক ঘটনাবলী, মহান আল্লাহকে ভালবাসি, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া উচিত নয়, নারীদের পক্ষ হতে করা বিভিন্ন প্রশ্নের উত্তর, অপচয় রোধকে রান্নাঘর হতে শুরু করতে হবে।#1293012
captcha