IQNA

ইরানি প্রেসিডেন্টের সম্মানে ঢেকে দেয়া হলো নগ্ন মূর্তি

19:26 - January 27, 2016
সংবাদ: 2600178
আন্তর্জাতিক বিভাগ : ইরানের প্রেসিডেন্টের সম্মানে ঢেকে দেয়া হল ক্যাপিটোলাইন জাদুঘরের নগ্নমূর্তিগুলোকে।

বার্তা সংস্থা ইকনা : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির বৈঠক উপলক্ষে রোমের ক্যাপিটোলাইন জাদুঘরের নগ্ন মূর্তিগুলোকে সাদা কাঠের বাক্স দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

রোম সরকারের একজন মুখপাত্র বলেছেন, এ বৈঠককে কেন্দ্র করে সব সিদ্ধান্ত রেনজির দফতর থেকে নেয়া হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, রোমক সম্রাট মার্কাস অরেলিয়াসের অশ্বারোহী মূর্তির পাশে কথা বলছেন রুহানি-রেনজি।

ইতালির সংবাদ সংস্থা এনএনএসএর খবরে বলা হয়েছে, সফররত ইরানি প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে নগ্ন মূর্তিগুলো ঢেকে দেয়া হয়। এ ছাড়া, রুহানির সম্মানে দেয়া ইতালির রাষ্ট্রীয় ভোজসভায় মদও পরিবেশন করা হয় নি। সফররত মুসলিম ব্যক্তিত্বদের প্রতি সম্মান জানানোর কূটনৈতিক শিষ্টাচার হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।

তিন ইউরোপীয় দেশ সফরের অংশ হিসেবে সোমবার ইতালিতে পৌঁছেছেন প্রেসিডেন্ট রুহানি। এরই মধ্যে ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেল্লা এবং ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিস্টানের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।#3470620

সূত্র : আইআরআইবি

captcha