
বার্তা সংস্থা ইকনা: লেবাননের ‘আল নাশরা’ সংবাদ সংস্থা, সিরিয়ার ‘হামাস’ শহরের ‘আকরামা’ নামক অঞ্চলের ‘বিলাল’ জামে মসজিদের নিকট একটি বিস্ফোরক বাক্স নিষ্ক্রিয় করার সময় বাক্সে থাকা বোমা বিস্ফোরণের খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মসজিদের নিকট সন্ত্রাসীদের রেখে যাওয়া এ বিস্ফোরক বাক্সটি নিষ্ক্রিয় করার সময় বাক্সটি বিস্ফোরণ ঘটে এবং এ ফল দু’জন আহত হয়েছে।
সিরিয়ার নিরাপত্তা বাহিনী অপর দুই বিস্ফোরক বাক্স সফল ভাবে নিষ্ক্রিয় করেছে।
iqna