IQNA

ইরাকে চতুর্থ আন্তর্জাতিক কুরআন ফেস্টিভাল ‘সাঈদ ইবনে জুবাইর’ অনুষ্ঠিত হবে

0:04 - March 02, 2016
সংবাদ: 2600375
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ওয়াসেত প্রদেশে ৮ম মার্চ ‘সাঈদ ইবনে জুবাইর’ শিরোনামে পবিত্র কোরআনের চতুর্থ আন্তর্জাতিক ফেস্টিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরাকে চতুর্থ আন্তর্জাতিক কুরআন ফেস্টিভাল ‘সাঈদ ইবনে জুবাইর’ অনুষ্ঠিত হবে
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কোরআনের চতুর্থ আন্তর্জাতিক ফেস্টিভাল সাঈদ ইবনে জুবাইর৮ম মার্চে শুরু হয়ে ১০ম মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

উক্ত আন্তর্জাতিক ফেস্টিভালে ইরাকের বিভিন্ন কুরআনিক ইন্সটিটিউট এবং অ্যাসোসিয়েশনগুলো ছাড়াও সুইডেন, ডেনমার্ক, ইরান, লেবানন, আফগানিস্তান, তাজিকিস্তান ও গ্রেট ব্রিটেন সহ অন্যান্য দেশের ইন্সটিটিউট এবং অ্যাসোসিয়েশনগুলো অংশগ্রহণ করবে।

ইরাকের কুরআনের সেন্টার ইউনিয়নের প্রেসিডেন্ট ডক্টর নাতেক আয যারগানি বলেন, চতুর্থ আন্তর্জাতিক কুরআন ফেস্টিভাল সাঈদ ইবনে জুবাইরএ ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কুরআনিক সেন্টার, ইরাকের ন্যাশনাল কুরআনিক বিজ্ঞান সেন্টার, পবিত্র কুরআনে বিভিন্ন কমিউনিটি এবং কমপ্লেক্স সমূহ, ওয়াসেত বিশ্ববিদ্যালয় কুরআনের শাখা এবং ইরাকের শিয়া এনডাউমেন্ট অংশগ্রহণ করবে।

তিনি বলেন: এ বছর চতুর্থ আন্তর্জাতিক কুরআন ফেস্টিভাল কুরআন মাহফিল, গবেষণা সম্মেলন এবং বিশ্বের বিভিন্ন দেশের কুরআনের প্রতিষ্ঠান সমূহের উপস্থিতিতে বিশেষ আলোচনা সভা সহ মোট ৫০টি বিচিত্র কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বলাবাহুল্য, চতুর্থ ইমাম হযরত সাজ্জাদ (আ.)এর একনিষ্ঠ ভক্তি ছিলেন সাঈদ ইবনে জুবাইর। তিনি কুরআনে হাফেজ, ক্বারি ও মুফাস্সের ছিলেন। বানি উমাইয়ার খিলাফতকালে ইরাক ও হেজাজের সবচেয়ে অত্যাচারী পাপিষ্ঠ গবর্নর হাজ্জাজ বিন ইউসুফ সাকাফির হাতে ৯৫ হিজরিতে সাঈদ ইবনে জুবাইর শহিদ হন। সাঈদ ইবনে জুবাইর ইমাম আলী (আ.)এর খিলাফতকালে ইরাকের কুফা শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার সময়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন।

iqna


captcha