IQNA

বিশ্বব্যাপী পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা: এ পর্যন্ত নিহত ৭০

18:14 - March 28, 2016
সংবাদ: 2600517
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে আত্মঘাতী বোমা হামলায় বহু সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ও ভ্যাটিকানের মুখপাত্র সেদেশের সরকার ও জগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
বিশ্বব্যাপী পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা: এ পর্যন্ত নিহত ৭০

বার্তা সংস্থা ইকনা: ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলান্দ এক বিবৃতিতে গতরাতে ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।

ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকা লাম্বারদিও লাহোরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সরকার ও জগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও লাহোরে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে যত দ্রুত সম্ভব এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও তাদের শাস্তি দেয়ার ওপর জোর দিয়েছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে নাগরিকদের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

গতরাতে লাহোরে ওই সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত অন্তত ৭০ জন নিহত এবং ৩০০ এরও বেশি লোক আহত হয়েছে।
captcha