
বার্তা সংস্থা ইনকা: হযরত যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এ দিনটিতে প্রতি বছর নারী দিবস উদযাপন হয়। আর এ উপলক্ষে বিশ্বের অন্যান্য মুসলমানদের সাথে সাথে পাকিস্তানের মুসলমানেরাও উৎসব মাহফিল উদযাপন করছে।
নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী বার্ষিকী উপলক্ষে কোয়েটা শহরের আলামদার একাডেমীতে সর্বপ্রথম উৎসব মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।
হযরত যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের বাইতুল হোযান হুসাইনিয়াতে ২৮শে মার্চ, হুসাইনী হাজারেহ নাচারী হুসাইনিয়াতে ২৯শে মার্চ, খাতিমুল আম্বিয়া (সা.) মসজিদে ২৯শে মার্চ, হুসাইনি সাইয়্যেদ আবাদে ৩০শে মার্চ এবং ইমাম রেজা (আ.) হুসাইনিয়াতে ৩১শে মার্চ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
এসকল হুসাইনিয়া ও মসজিদে স্থানীয় সময় ২১টা প্রোগ্রাম শুরু হবে। নারী এবং হযরত ফাতিমা যাহরা (সা.)এর অবস্থানের আলোকে বক্তৃতা, গজল, কবিতা, প্রতিযোগিতা ও তাওয়াশি পরিবেশন করা হবে।
iqna