IQNA

বাহরাইনে অনারবদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

23:52 - March 31, 2016
সংবাদ: 2600537
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে ‘ইবনুল আরকাম’ ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে অনারবদের জন্য ‘সালমান ফার্সি’ শিরোনামে হেফজে কুরআন ও হাদিস প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: বাহরাইনে বসবাসকৃত অনারবদের জন্য প্রতি দুই বছর অন্তর সালমান ফার্সিশিরোনামে হেফজে কুরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় রাশিয়ান, ফরাসি এবং হিন্দি ভাষী সহকারে ১২টি দেশের বিভিন্ন বয়সের ৪১০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন।

সালমান ফার্সিশিরোনামে কুরআন প্রতিযোগিতা সাধারণত হেফজে কুরআন বিভাগে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এ বছরে হেফজে হাদিস বিভাগও অনুষ্ঠিত হচ্ছে।

অনারবদের জন্য বাহরাইনে এটাই প্রথম হেফজ প্রতিযোগিতা যা ১৪৩৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

বাহরাইনের সুপরিচিত অধ্যাপক ও পণ্ডিতগণের তত্ত্বাবধানে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বেসরকারি কেন্দ্র ও সংস্থা বিশেষ করে কমার্শিয়াল খালিজ ব্যাংক, বাহরাইন ইসলামি ব্যাংক এবং কিছু দাতা ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

iqna


captcha