IQNA

মুসলিম নারীকে গাড়ি চাপা দিল ইসলাম বিদ্বেষী এক ড্রাইভার + ছবি

23:43 - April 04, 2016
সংবাদ: 2600558
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় বর্ণবাদী এক ব্যক্তি গাড়ি চাপা দিয়ে হিজাবী এক নারীকে আহত করেছে।
ব্রাসেলসে হিজাবী নারীকে গাড়ি চাপা দিল ইসলাম বিদ্বেষী এক ড্রাইভার + ছবি
বার্তা সংস্থা ইকনা: ব্রাসেলসে ডান চরমপন্থিদের বিক্ষোভের সূত্র ধরে এই হিজাবী নারীকে গাড়ি চাপা দিয়েছে এই বর্ণবাদী। ব্রাসেলসের পুলিশ ঐ ঘাতকে আটক করার পর জানিয়েছে যে, ঐ ব্যক্তি মোলেনবিকের নাগরিক।

প্রকাশিত ভিডিও দেখা যায় যে, একটি অডি গাড়ি পুলিশের বেষ্টনী ভাঙার পর ইচ্ছাকৃত ভাবে এক হিজাবী নারীকে চাপা দেয়। ঐ হিজাবী নারী রাস্তা পার হওয়ার সময় ঘাতক ড্রাইভার ইচ্ছাকৃত ভাবে তাকে গাড়ি চাপা দেয়।

পুলিশের বেষ্টনী ভাঙার পর ঘাতক ড্রাইভারের গাড়ির ছবি প্রকাশ করেছে ব্রাসেলসের পুলিশ। ছবিতে দেখা যায় যে, ঘাতক ড্রাইভারের পাশে বসে থাকা এক ব্যক্তি ছবি তুলছে।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে এবং দুজনের কাছেই ধোঁয়া বোমা পাওয়া গিয়েছে। গাড়ি চাপার কারণে হিজাবী মুসলিম নারীর শরীরের বেশ কয়েকটি স্থানে ভেঙ্গে গিয়েছে।

ব্রাসেলসে ডান চরমপন্থিদের বিক্ষোভ ২য় এপ্রিলে হয়েছে। ব্রাসেলসের পুলিশ মলোটভ ককটেল এবং অস্ত্র থাকার অভিযোগে অপর দুই বর্ণবাদীকে গ্রেফতার করেছে।

বেলজিয়ামের কর্তৃপক্ষ এধরণের বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নিষেধ থাকা সত্ত্বেও চরমপন্থিরা বিক্ষোভ প্রদর্শন করে এবং বিক্ষোভে পুলিশ বাধা দিলে, পুলিশের সাথে সংঘর্ষে অনেকে আহত হয় এবং অনেক চরমপন্থি গ্রেফতার হয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অধিকাংশ মুসলমান জীবন যাপন করেন। সম্প্রতি ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর বেলজিয়ামে মুসলমানদের ওপর হামলার হার বৃদ্ধি পেয়েছে।

iqna

ব্রাসেলসে হিজাবী নারীকে গাড়ি চাপা দিল ইসলাম বিদ্বেষী এক ড্রাইভার + ছবিব্রাসেলসে হিজাবী নারীকে গাড়ি চাপা দিল ইসলাম বিদ্বেষী এক ড্রাইভার + ছবিব্রাসেলসে হিজাবী নারীকে গাড়ি চাপা দিল ইসলাম বিদ্বেষী এক ড্রাইভার + ছবি

captcha