বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহস্রাধিক যায়ের নাজাফে উপস্থিত হয়েছেন। ১৩ই রজব উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের কমিটি বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছেন।
উক্ত উৎসব অনুষ্ঠানে নাজাফের বিশিষ্ট আলেম এবং ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের পরিচালক আয়াতুল্লাহ শেখ ইসহাক ফাইয়াজ ও ইসলামী প্রতিষ্ঠানের অধ্যাপক মণ্ডলী এবং সহস্রাধিক যায়রে উপস্থিত ছিলেন।
iqna