IQNA

সিরিয়ায় শহীদ হলেন হিজবুল্লাহর সামরিক শাখার কমান্ডার

23:16 - May 13, 2016
সংবাদ: 2600769
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার 'আলহাজ সাইয়্যেদ মুস্তাফা বদরেদ্দিন' শহীদ হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আল-মাইয়াদ্দিন টেলিভিশন চ্যানেল। কমান্ডার বদরেদ্দিনের শহীদ হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ ইমাদ মুগনিয়ার জ্ঞাতি ভাই এবং ভগ্নিপতি। ২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে শাহাদাতবরণ করেন ইমাদ মুগনিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে মুগানিয়ার পার্ক করা গাড়িতে দূরনিয়ন্ত্রিত বোমাটি পেতে রেখেছিল মোসাদ।

এদিকে, সিরিয়ার কৌশলগত কুনেইত্রা শহরে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাসহ মুগনিয়ার ২৫ বছর বয়সী ছেলে জিহাদ মুগনিয়ার শহীদ হয়েছিলেন । গত বছরের জানুয়ারিতে ইসরাইলি হেলিকপ্টার থেকে চালানো ক্ষেপণাস্ত্রের হামলায় হিজবুল্লাহর এ বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন।

তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশবিরোধী লড়াইয়ে সিরিয়াকে সমর্থন দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ।

১৯৬১ সালে জন্ম নেওয়া মুস্তফা আমিনি বদরেদ্দিন হিজবুল্লাহর শুরু কাউন্সিলের সদস্য ছিলেন। এ ছাড়া সংগঠনের অন্যান্য ক্ষেত্রেও বেশ প্রভাবশালী ছিলেন তিনি। একই সঙ্গে তিনি ছিলেন হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান ইমাদ মুঘনিয়েহের চাচাতো ভাই। তাঁর বোনকেই বিয়ে করেছিলেন বদরেদ্দিন। ২০০৮ সালে সিরিয়ার দামেস্কে ইসরাইলের চরের পেতে রাখা গাড়িবোমা হামলায় ইমাদ মুঘনিয়েহ শহীদ হন।

iqna

ট্যাগ্সসমূহ: হিজবুল্লাহর ، দামেস্কে
captcha