অধিক সংখ্যা হওয়ার কারণে কাজান শহরের ফুটবল স্টেডিয়ামে ইফতার প্রদানের ব্যবস্থা করা হবে এবং একই স্থানে নামাজেরও আয়োজন করা হবে।
বলাবাহুল্য, গত বছরে তাতারস্থানের মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। গত বছরের ইফতার পার্টতে ৫ হাজার রোজাদার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই সংখ্যা বৃদ্ধি করে চলতি বছরে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।