IQNA

গান বৈধ তবে গান গাওয়া হারাম; সৌদির খতিব!

23:51 - May 29, 2016
সংবাদ: 2600869
আন্তর্জাতিক ডেস্ক: মদিনার কুবা মসজিদের খতিব অদ্ভুত এক ফতোয়া প্রদানের মাধ্যমে গানকে বৈধ এবং গান গাওয়াকে হারাম ঘোষণা করেছে!

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পবিত্র নাগরী মদিনার কুবা মসজিদের খতিব 'সালেহ আল-মুগমেসি' এমবিসি চ্যানেলে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে মিউজিক সম্পর্কে আলোচনা করেছেন।

তিনি গান গাওয়াকে ক্ষতিকর ও হারাম হিসেবে মন্তব্য করেছে, তবে স্বয়ং গানকে বৈধ বলে ফতোয়া জারি করেছে।

'সালেহ আল-মুগমেসি' দাবি করেছেন: গান গাওয়া নিষেধ এবং গান সম্পর্কে পবিত্র কুরআনে আলোচনা করা হয়েছে; তবে যন্ত্র সঙ্গীত সম্পর্কে পবিত্র কুরআনে আলোচনা করা হয়নি।

তিনি বলেছেন: বর্তমানে অধিকাংশ নারী ও পুরুষ একই সাথে গান গায় এবং এ বিষয়টি বৈধ নয়।

iqna



ট্যাগ্সসমূহ: মদিনার ، কুবা ، মসজিদের
captcha