বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে যুবক ও প্রাপ্ত বয়স্কদের মাঝে পবিত্র কুরআন তিলাওয়াত শ্রবণের প্রবণতা বৃদ্ধি করার জন্য "জনপ্রিয় তিলাওয়াত পরিকল্পনা" শুরু করা হয়েছে। বিশ্বের ১৬টি প্রচলিত ভাষায় এই পরিকল্পনা পরিচালিত হচ্ছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনায়ী কুরআনিক পণ্ডিতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি কুরআন তিলাওয়াত করা ও শ্রবণের প্রতি গুরুত্বারোপ করেন।
বার্তা সংস্থা ইকনার পক্ষ থেকে "জনপ্রিয় তিলাওয়াত পরিকল্পনা" অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে মোট পাঁচটি অনুষ্ঠানে ইরানের ২৫ জন বিশিষ্ট ক্বারি, কুরআন তিলাওয়াত করবেন এবং সর্বশেষে বার্তা সংস্থা ইকনার পক্ষ থেকে ৫ জন বিজয়ী ক্বারিদের মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
ইকনায় প্রকাশিত ক্বারিদের তিলাওয়াত সম্পর্কে দর্শকবৃন্দ মতামত এবং ভোট প্রকাশ করতে পারবেন।
এই পরিকল্পনার প্রথম পর্বে আন্তর্জাতিক মান সম্পন্ন ইরানের পাঁচ ক্বারির সুললিত কণ্ঠে তাদের নির্বাচিত কুরআন তিলাওয়াত প্রচার করা হল। ক্বারিগণ হচ্ছে যথাক্রমে: আহমেদ আবুল কাসিম, মোহাম্মাদ রেজা পুর যারগারী, হামিদ শাগেরদ নিজাদ, সায়িদ তুসি এবং মানসুর কাসরি জাদে। আগ্রহী ব্যক্তিমণ্ডলী এসকল ক্বারিদের তিলাওয়াত শোনার পর নিজের পছন্দনীয় ক্বারিকে নির্বাচন করে ভোট প্রদান করতে পারবেন।
............................................
........................................
...................................
...........................................
জনপ্রিয় তিলাওয়াত পরিকল্পনার দ্বিতীয় রাউন্ড জুলাই মাসে অনুষ্ঠিত হবে।