IQNA

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম দিনের রিপোর্ট + ছবি

15:00 - June 16, 2016
সংবাদ: 2601005
আন্তর্জাতিক ডেস্ক: ১৩ই জুন দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: প্রতিযোগিতার প্রথম দিনে কুরআন হেফজ বিভাগে রাশিয়া, মালদ্বীপ, কাতার, চাদ, ডেনমার্ক, তাজিকিস্তান, বুরুন্ডি ও ইথিওপিয়ার প্রতিনিধিগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।

দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র রমজান মাসের ৭ তারিখে শুরু হয়েছে এবং টানা ১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। হেফজ বিভাগে উক্ত প্রতিযোগিতা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত প্রতিযোগিতার কিছু ছবি আপনাদের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হলো:

Iqna


ট্যাগ্সসমূহ: দুবাই ، কুরআন ، ইকনা
captcha