IQNA

ইথিওপিয়ার কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু

22:55 - June 27, 2016
সংবাদ: 2601075
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার রাজধানী "আদ্দিস আবাবা"র কুরআনিক কেন্দ্রের পক্ষ থেকে কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইথিওপিয়ার রাজধানী "আদ্দিস আবাবা"য় মোট ৯টি কুরআনিক কেন্দ্র রয়েছে। এসকল কুরআনিক কেন্দ্রে ইথিওপিয়ার অধিবাসীরা কুরআন শিক্ষা গ্রহণ করবে।
ইথিওপিয়ার ৬৫০ জন অধিবাসীর উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তাগণ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ ব্যাপক স্বাগত জানিয়েছে।
কুরআনিক কেন্দ্রে কুরআন প্রশিক্ষণ কোর্স ছাড়াও কুরআন মহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ইথিওপিয়ায় যে সকল কুরআনিক কেন্দ্র রয়েছে সেগুলো তুরস্কের জনগণ কর্তৃক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে।
Iqna



ট্যাগ্সসমূহ: কুরআন ، ইথিওপিয়ার ، ইকনা
captcha