সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যুদ্ধক্ষেত্রে সরকারি বাহিনীর সেনাদের সঙ্গে ইফতার করেছেন। গতকাল রাজধানী দামেস্কের গৌতা'র খারাবো এলাকার মারজ আল-সুলতান বিমানবন্দরে এই ইফতার আয়োজন করা হয়। সেখানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের সঙ্গে লড়ছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ খবর দিয়েছে।

সংবাদ সংস্থাটি বাশার আসাদের ইফতারে অংশ নেওয়ার কিছু ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে দেখা যায়, সেনাসদস্যদের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে ইফতার করছেন বাশার। ইফতারে অংশ নিয়ে বাশার আল আসাদ বলেন, এটিই হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার। এর আগে তিনি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র কাছ থেকে উদ্ধার হওয়া কিছু এলাকা ঘুরে দেখেন।
গতকালই দিনের শুরুতে সিরিয়ার সেনারা রামিলা ও হামা প্রদেশের জুর আল সাস গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আলেপ্পো প্রদেশ এবং তুরস্ক সীমান্তসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে দায়েশের সঙ্গে সিরিয়ার সেনাদের তীব্র লড়াই চলছে।
জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় ২০১১ সালে বিদেশি মদদে সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ঘরবাড়ি হারিয়েছেন সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ। যুদ্ধের আগে সিরিয়ার জনসংখ্যা ছিল দুই কোটি ৩০ লাখ।