IQNA

দায়েশের কথিত ‘যুদ্ধমন্ত্রী’ ওমর আল-শিশানি নিহত

22:54 - July 14, 2016
সংবাদ: 2601196
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কথিত যুদ্ধমন্ত্রী ওমর আল-শিশানি মারা গেছে। এ খবর নিশ্চিত করেছে দায়েশের বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’। এর আগে গত মার্চ মাসে আমেরিকা দাবি করেছিল মার্কিন বিমান হামলায় দায়েশের এ গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছে।


আমাক গতকাল (বুধবার) জানিয়েছে, ইরাকের মসুল শহরের দক্ষিণে শিরকাত এলাকায় যুদ্ধের সময় শিশানি নিহত হয়েছে। মসুল শহর দখলের অভিযান ঠেকাতে গিয়ে শিশানি মারা গেছে বলে আমাক খবর দিয়েছে তবে কখন সে মারা গেছে তা পরিষ্কার করে নি। সে কারণে মার্কিন দাবির সঙ্গে এ রিপোর্ট আপাতত সাংঘর্ষিক বলেই মনে হচ্ছে।

মার্চে পেন্টাগন বলেছিল, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আশ-শাদ্দাদি শহরের কাছে মার্কিন বিমান হামলায় মারা গেছে চেচেন বংশোদ্ভূত ওমর আল-শিশানি। আমাক বার্তা সংস্থায় প্রকাশিত বুধবারের রিপোর্ট সম্পর্কে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, তারা এ রিপোর্ট সম্পর্কে অবহিত রয়েছেন তবে খবরটি তারা নিশ্চিত করেন নি আবার প্রত্যাখ্যানও করেন নি। এর আগেও কয়েকবার এ ধরনের খবর বের হয়েছে।

captcha