মিশরের সামরিক বাহিনীর সদস্যরা ২১শে জুলাই এই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় মোহাম্মাদ মুয়েদ আল-আরাকী'র বাড়ী সার্চ করে বেশ কয়েক খণ্ড হস্ত লিখিত কুরআন জব্দ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মাদ মুয়েদ আল-আরাকী দীর্ঘ দিন ধরে প্রাচীন পুরাকীর্তি ও কুরআন শরিফের পাণ্ডুলিপি পাচারের সাথে জড়িত রয়েছে এবং এই কাজে সহযোগিতা করার জন্য ৪৭ বছর বয়সী ইব্রাহীম আহমেদ আল-কুর্দি দীর্ঘদিন ধরে তার বাড়ী যাতায়াত করত।
মোহাম্মাদ মুয়েদ আল-আরাকীর বাড়ী সার্চ করার সময় দুটি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে, যা ইসলামের প্রথম যুগের অন্তর্গত। এছাড়াও লাইব্রেরীর সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে পবিত্র কুরআনের অনেক তাফসির এবং ফিকাহ শাস্ত্রের অনেক গ্রন্থ ছিল।
হস্তলিখিত কুরআন শরিফ যা ১২৫৮ সালে লেখা হয়েছে। ১১ সেন্টি মিটার প্রস্ত ও ২৩ সেন্টি মিটার দৈর্ঘ্যের একটি প্যাকেটে এই কুরআন শরিফটি রাখা ছিল এবং ১৬ সেন্টি মিটার প্রস্ত ও ২৩ সেন্টি মিটার দৈর্ঘ্যের অপর একটি লাল রঙ্গের প্যাকেটে পবিত্র কুরআন হস্তলিখিত কয়েক পারা বিশিষ্ট বেশ কয়েকটি খণ্ড রয়েছে। এছাড়াও সামরিক বাহিনী বেশ কয়েকটি হস্ত লিখিত কুরআন শরিফ জব্দ করেছে।