তিনি বলেন: ১২২টি মসজিদের মধ্যে স্থাপত্যের দিকে থেকে যে মসজিদটি শ্রেষ্ঠ হবে, সেই মসজিদে ২০ লাখ সৌদি রিয়াল অনুদান করা হবে।
আল-নায়িমী আরও বলেন: বিচারকমণ্ডলীর উপস্থিতিতে মসজিদ নির্মাণের ইতিহাস এবং মসজিদ নির্মাণ ও স্থাপত্যের দর্শন আলোকে তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মসজিদসমূহের স্থাপত্য ও শিল্প পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা হয়েছে।
তিনি বলেন: আব্দুল লতিফ ফৌউজান' শিরোনামে দ্বিতীয় প্রতিযোগিতায় চারটি বিভাগ তথা কেন্দ্রীয় মসজিদ, জুমার নামাজ আদায়ের মসজিদ, স্থানীয় মসজিদ, ঐতিহাসিক মসজিদ। প্রতিযোগিতার ফলাফল ২০১৭ সালের প্রথম দিকে ঘোষণা করা হবে।
'শ্রেষ্ঠ মসজিদের স্থাপত্যে'র আলোকে 'আব্দুল লতিফ ফৌউজান' শিরোনামে এই প্রতিযোগিতাটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কমিটির সদর দপ্তর সৌদি আরবের পূর্বাঞ্চলের "আল খাবার" শহরে অবস্থিত। বর্তমানে মসজিদের শিল্পকে বিশ্বের নিকট পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বলাবাহুল্য, শ্রেষ্ঠ মসজিদের স্থাপত্যে'র আলোকে প্রথম প্রতিযোগিতা ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছে। শেখ আব্দুল লতিফ ফৌউজান সৌদি আরবের অর্থবানদের মধ্যে অন্যতম। তিনি সামাজিক সেবা দর্শন বিভাগ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং শেখ আব্দুল লতিফ ফৌউজান হচ্ছেন এই প্রতিযোগিতার মূল স্পন্সর।